Logo
Logo
×

সারাদেশ

প্লাজমা দিতে ঢাকা গেলেন মুন্সীগঞ্জের আরও ৫২ পুলিশ সদস্য 

Icon

যুগান্তর রিপোর্ট, মুন্সীগঞ্জ 

প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ০৮:৩৮ এএম

প্লাজমা দিতে ঢাকা গেলেন মুন্সীগঞ্জের আরও ৫২ পুলিশ সদস্য 

প্লাজমা ডোনেট করতে করোনাজয়ী মুন্সীগঞ্জ থেকে পুলিশের আরও ৫২ জন সদস্য বুধবার ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গিছেন। 

এর আগে মঙ্গলবার এ জেলা থেকে ৪০ জন পুলিশ সদস্য ঢাকায় গিয়ে প্লাজমা দিয়ে আসেন।এ নিয়ে মুন্সিগঞ্জের ৯২ জন পুলিশ সদস্য প্লাজমা প্রদান করছেন।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্লাজমা দিতে বুধবার সকাল ৮টায় একটি বাসে করে জেলা পুলিশ লাইন্স থেকে রওয়ানা করেন তারা। 

সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুর রায়হান জানান, করোনাজয়ী পুলিশ সদস্যের প্লাজমায় বাঁচুক অন্যের জীবন, দৃঢ় হোক মানবতার বন্ধন- এ শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএমের দিকনির্দেশনায় সঠিক চিকিৎসা ও পরিচর্যায় দ্রুত সুস্থ হয়ে ওঠা  পুলিশের ৯২ জন করোনাজয়ী প্লাজমা ডোনেট করেন। 

এর আগে মঙ্গলবার ৪০ জন পুলিশ সদস্য ঢাকায় গিয়ে প্লাজমা দিয়ে আসেন। দেশে করোনার প্রদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করে আসছেন। 

প্লাজমা দিতে. ঢাকা. মুন্সীগঞ্জের পুলিশ.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম